Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১২০০০ জন/বিঘা (রবি ফসল), বসতবাড়িতে সবজি চাষ (২৩০০০ জন), শীতকালীন হাইব্রিড সবজি (৪৩০০০জন/বিঘা), বোরো উফশী (৬০০০০ জন/বিঘা), বোরো হাইব্রিড (২০০০০ জন/বিঘা), বোরো উফশী সমলয় (২টি) মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ পুনর্বাসন/প্রণোদনা কর্মসূচী গ্রহন করা হয়েছে


সাম্প্রতিক কর্মকান্ড

১. পতিত জমিতে গ্রুপভিত্তিক তেল ফসল ও অন্যান্য রবি ফসল উৎপাদনে কৃষককে উদ্ধুদ্ধ করার পরিকল্পনা গ্রহন।

২.সরিষা চাষের উপযোগী এলাকায় একত্রে সরিষা চাষাবাদের ক্রপ জোনিং পরিকল্পনা গ্রহণ ও মৌ বাক্স স্থাপন ও মধু উৎপাদনের পরিকল্পনা গ্রহণ।

৩. খরিপ-১ মৌসুমে পতিত জমিতে ক্লাস্টার আকারে আউশ, ভূট্টা, তিল, মুগডাল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল জাতের প্রাপ্যতা নিশ্চিতকরণ ও বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ব্যবহারের পরিকল্পনা গ্রহণ।

৪. পতিত জমিতে বাণিজ্যিকভাবে ফল বাগান স্থাপনের পরিকল্পনা গ্রহণ।

৫. সমলয়ে ধান আবাদের জন্য কৃষককে উদ্ধুদ্ধকরণ ও পরিকল্পনা গ্রহণ।

৬. মান সম্পন্ন ও রপ্তানিযোগ্য ফল, সবজি চাষ সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ।

৭.অনাবাদী পতিত জমি ব্যবহার ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন পরিকল্পনা গ্রহণ।

৮. শস্য বিন্যাসে ডাল, তেল , মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভূক্ত করে ফসলের বহুমূখীতা এবং নিবিড়তা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।

৮.পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফল ও সবজি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ।

৯.খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।

10. চরাঞ্চল ও লবনাক্ত এলাকায়, খরা ও লবনাক্ত সহনশীল ফসলের মাধ্যমে আবাদ করার পরিকল্পনা গ্রহণ।