Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ বীজ  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫০০০ জন/বিঘা বিনামূল্যে বীজ ও সার সরবরাহ পুনর্বাসন/প্রণোদনা কর্মসূচী গ্রহন করা হয়েছে


আমাদের অর্জন সমূহ

মুহুরী ও ফেনী নদী বিধৌত ফেনী একটি ধান উৎপাদনকারী জেলা । এ জেলার আয়তন 990.40 বর্গ কিলোমিটার । বর্তমানে এ জেলার জনসংখ্যা ১৬ লক্ষ 94 হাজার 55 জন । জনসংখ্যার আধিক্য থাকলেও ফেনী খাদ্যোৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তথা খাদ্যে উদ্বৃত্ত্ব ও বটে । 2020-21 অর্থবছরে জেলায় 48 হাজার 259 মেঃটন খাদ্য উদ্বৃত্ত্ব ছিল ।       জেলার 6টি উপজেলায় মোট কৃষক পরিবার সংখ্যা 1 লক্ষ 72 হাজার 320 জন । নীট আবাদী জমির পরিমান 67 হাজার 621 হেঃ । মোট ফসলী জমির পরিমান 1 লক্ষ 35 হাজার 977 হেঃ। ফসলের নিবিড়তা 201% ।  বিসিআইসি সার ডিলার 55 জন, বিএডিসির সার ডিলার 9 জন । সক্রিয় খুচরা সার বিক্রেতা 273 জন।  জেলায় 2022 সনের বৃষ্টিপাত 1636 মিঃ মিঃ। বার্ষিক গড় তাপমাত্রা সর্বনিম্ন 13 ডিঃ সেঃ সর্বোচ্চ 38 ডিঃ সেঃ ।

         উল্লেখযোগ্য শস্য বিন্যাস এর মধ্যে (ক) বোরো-পতিত-রোপা আমন-43% (খ) পতিত-পতিত- রোপাআমন-11% (গ) ডাল-পতিত-রোপাআমন-12% । মৌসুমী অনাবাদী জমিকে ফসলের আওতায় আনার জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে ।


জেলায় রোপা আমন 66525 হেঃ, আউশ 10410 হেঃ, বোরো 30270 হেঃ, ডাল ফসল 12877 হেঃ, শীতকালীন সবজি 5214, গ্রীষ্মকালীন সবজি 2255 হেঃ, তৈল ফসল 3093 হেঃ আলু 329 হেঃ মিঃ আলু 605 হেঃ জমিতে চাষ হয়েছে । এ ছাড়াও আর কিছু অপ্রধান/অপ্রচলিত ফসল স্বল্প পরিমান জমিতে চাষ হয়ে থাকে।


          ধান ও অন্যান্য ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখতে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক চাষী প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ সভা, দলীয় ও একক আলোচনা, মাঠদিবস, চাষী সমাবেশ সহ বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম যথারীতি বাস্তবায়ন করা হচ্ছে ।


মোট পরিবার 3 লক্ষ 31 হাজার 384টি । মোট পরিবারের 52% বা 1 লক্ষ 72 হাজার 320টি কৃষক পরিবার , 48% বা 1 লক্ষ 59 হাজার 64টি অকৃষি পরিবার। জেলায় শিক্ষিতের হার 64%। জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে চাকুরীরত, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রচুর মানুষ, এ জন্য ফেনী জেলা অর্থনৈতিক ভাবে সম্বৃদ্ধ । জেলা শহর ফেনী একটি ব্যস্ততম শহর এবং আধুনিক বাণিজ্য কেন্দ্রও বটে । দারিদ্র সীমার নিচে জনসংখ্যা নগন্য । দেশের বিভিন্ন প্রত্যন্ত/অনগ্রসর এলাকার প্রচুর সংখ্যক দরিদ্র মানুষ জেলায় প্রায় সারা বছরই কৃষি শ্রমিক হিসাবে কাজ করছে এবং বিভিন্ন পেশার সাথে জড়িত থেকে জেলার অর্থনৈতিক কর্মকান্ডকে সচল ও সমৃদ্ধ রাখতে সক্রিয় ভূমিকা রাখছে । বর্তমানে জেলার আর্থ সামাজিক অবস্থা ভাল রয়েছে ।